৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, তাইওয়ানে সুনামি সতর্কতা জারি

    তাইওয়ানে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।রোববার এ ভূকম্পন বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৪ মিনিটে আঘাত হানে।  তাইওয়ান ছাড়াও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে চীন, জাপান, ফিলিপাইনেও বলে জানায়  মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস।

    সিএনএন জানায়  রোববার দক্ষিণ-পূর্ব তাইওয়ানে আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পের কারণে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে উপকূলরেখা বরাবর আশঙ্কা রয়েছে বিপজ্জনক সুনামির।

    ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির ফুলি শহর থেকে তিন কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। সাধারণত ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি থাকে অগভীর ভূমিকম্পে।ইউএসজিএস প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ২ জানালেও পরে তা কমিয়ে ৬ দশমিক ৯ বলে জানায়।

    শক্তিশালী এই ভূমিকম্পে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে বঘর-বাড়ি ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়। ভূমিকম্পের পর সেন্ট্রাল ইমারজেন্সি অপারেশন সেন্টার সক্রিয় করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন । সম্ভাব্য আফটারশক এড়াতে সতর্ক থাকতে বলা হয় দ্বীপের বাসিন্দাদের।

    মাহফুজা ১৮-৯

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর