এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক পরীক্ষার্থী কক্সবাজার জেলা কারাগারে বসে। বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয় সে। কক্সবাজার কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এ পরীক্ষার্থীর বাড়ি টেকনাফে এবং সেখানকার একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার। চট্টগ্রামের সাতকানিয়া থেকে ইয়াবাসহ আটক হওয়ার পর থেকেই সে কারাবন্দি। তবে সে পরীক্ষা দেয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করে এবং তার আবেদন গৃহীত হয়। চট্টগ্রাম থেকে তাকে কক্সবাজার কারাগারে এনে তাকে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়।
জেল সুপার আরও বলেন, তাকে বুধবার সন্ধ্যায় কক্সবাজার আনা হয়। সকালে তার জন্য প্রশ্নপত্র ও খাতা নিয়ে আসেন একজন শিক্ষক। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে নয়ন।সে তার সব পরীক্ষা এখানেই বসেই দেবে।
এ কারা কর্মকর্তা জানান এটাই প্রথম নয়, কক্সবাজার জেলা কারাগারে আরও অনেক বন্দি শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
মাহফুজা ১৬-৯