চলমান বন্যায় পাকিস্তানে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বিবিসি এ তথ্য জানায়।
পাকিস্তানের তিন কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে গেল জুন থেকে শুরু হওয়া বন্যায়। এ পর্যন্ত প্রায় এক হাজার ৫০০ জন মারা গেছেন। এরই মধ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু, ম্যালেরিয়া এবং গুরুতর গ্যাস্ট্রিক সংক্রমণ বাড়ার কথা জানান।
বন্যা কবলিত এলাকার শুকনো স্থানে বসবাস করছে অনেক বাস্তুচ্যুত মানুষ । ডেঙ্গু জ্বরে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। দক্ষিণ সিন্ধু প্রদেশে স্বাস্থ্য কর্মকর্তারা জানান ডেঙ্গু জ্বরের প্রায় তিন হাজার ৮৩০টি ঘটনা রেকর্ড করা হয়েছে এবং এদের মধ্যে নয়জন মারা গেছে।
পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. আবদুল গফুর শোরো বলেন, ‘সামগ্রিকভাবে সিন্ধুর পরিস্থিতি খুবই খারাপ এবং আমরা পুরো প্রদেশে চিকিৎসা শিবিরের আয়োজন করছি। বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গু রোগী যারা আগে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল।’
তিনি বলেন, ‘সারা প্রদেশে ডেঙ্গুর পরিস্থিতি সমান এবং প্রতিদিনই তা বাড়ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন আগামী সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হবে।
মাহফুজা ১৫-৯