৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    কুমিল্লার সাত শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জড়িত এক চিকিৎসক গ্রেফতার

    কুমিল্লার সাত শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জড়িত  মূলহোতা শাকির বিন ওয়ালী নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে ডিএমপি-র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট -সিটিটিসি। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য শাকির।

    বুধবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

    তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মগবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আবরুর হককে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে চিকিৎসক শাকির বিন ওয়ালিদকে রামপুরা থেকে করা হয় গ্রেফতার।

    সিটিটিসি প্রধান আরও বলেন, কুমিল্লার নিখোঁজ ওই ৭ কলেজ ছাত্রকে তাওহীদ ও জিহাদের প্রশিক্ষণ দিয়েছিল গ্রেফতার  শাকির আবরারের মাধ্যমে । তাদের দুজনকে প্রাথমিকভাবে এবং কুমিল্লার নিখোঁজ ৭ কলেজ ছাত্রের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    মাহফুজা ১৪-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর