১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ১৩ বছর পর অক্টোবরে তিনদিন গান শোনাবেন সংগীত শিল্পী কবীর সুমন

    সংগীত শিল্পী কবীর সুমন জীবনমুখী গানের বিখ্যাত । ‘কবীর সুমন লাইভ ইন ঢাকা ২০২২’ নামের একটি ফেসবুক ইভেন্ট খোলা হয়েছে তার নামে। পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে আগামী ১৫, ১৮, ২১ অক্টোবর তিনদিন তিনি গান শোনাবেন । জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

    পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ফুয়াদ বিন ওমর বলেন, আমাদের প্রস্তুতি শেষ হয়েছে। টিকিট এখনো ছাড়া না হলেও সপ্তাহখানেকের মধ্যেই ছাড়া হবে। দর্শকদের সামনে আগামী ১৫ অক্টোবর ও  ২১ অক্টোবর মঞ্চে সুমন গাইবেন আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলাদেশে প্রথমবারের মতো সুমন গাইবেন তার লেখা আধুনিক বাংলা খেয়াল।

    ফুয়াদ বিন ওমর আরও বলেন, এ অনুষ্ঠান বিদেশ থেকেও দেখার ব্যবস্থা করা হবে। এ অনুষ্ঠান অনলাইলে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেখা যাবে।

    ২০০৯ সালের ১৬ অক্টোবর কবীর সুমন শেষবারেরর মতো বাংলাদেশে গান গেয়েছিলেন । ঠিক ১৩ বছর পর বাংলাদেশের মাটিতে তিনি আবার মঞ্চে উঠতে যাচ্ছেন।

    মাহফুজা ১৪-৯

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর