১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন আজ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন।  বুধবার ১৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় শুরু হবে এ সংবাদ সম্মেলন ।

    সোমবার ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস  এ তথ্য নিশ্চিত করেন।সরকারপ্রধান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান । বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় হায়দরাবাদ হাউসে । এতে গুরুত্ব পায় নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানিবণ্টন, পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধের মত বিষয়গুলো।

    প্রধানমন্ত্রী সফর শেষে ৮ সেপ্টেম্বর রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

    মাহফূজা ১৪-৯

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর