১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আবারো বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ল মিয়ানমারের ছোড়া গুলি

    বান্দরবান প্রতিনিধি:   আবারো বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ল মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া গুলি।গতকাল শুক্রবার বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুম্্ররু সীমান্তের প্রায় ২৫০ গজ ভিতরে বাংলাদেশের অভ্যন্তরে কোনার পাড়া এলাকায় শাহজানের বাড়ীর সামনে এসে পড়ে।এর আগে মিয়ানমার থেকে দুই দফায় বাংলাদেশের অভ্যন্তরে মর্টার শেলের গোলা পড়েছিল এবার তৃতীয় দফায় একে ৪৭ এর একটি গুলি এসে পড়ে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে।স্থানীয়রা জানান,বিকালে হঠাৎ করে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি আওয়াজ শুনতে পায় এবং তারা ভয়ে ঘরের ভিতরে আশ্রয় নেয়।ঘটনাখানেক পরে গোলাগুলির আওয়াজ থেমে গেলে কোনার পাড়া এলাকার শাহজাহানের বাড়ির সামনে মাটিতে একটি একে৪৭ এর গুলি দেখতে পায়।পরে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙখলা বাহিনীকে জানালে ৩৪ বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিটি উদ্ধার করে নিয়ে যায়।এলাকার বাসিন্দাদের মাঝে আতংক বিরাজ করছে।

    এদিকে ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন-এলাকায় কারো ক্ষতি হয়নি,তাছাড়া এলাকার বসবাসরত সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং বিজিবির টহল অব্যাহত রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানান,শুক্রবার বিকালেও নাইক্ষ্যংছড়ির তুম্্ররু সীমান্তের কোনার পাড়া এলাকায় একটি গুলি পড়েছে।৩৪ বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গুলিটি তাদের হেফাজতে রয়েছে।

    উল্লখ্য,মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে মিয়ানমার সেনা বাহিনী ও আরাকান আর্মির সাথে ব্যাপক সংঘর্ষ চলছে। গত ২৮ আগস্ট ১ম বার মিয়ানমারের ছোড়া একটি মর্টার শেলের গোলা বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে।পরে ৫ সেপ্টেম্বর ২য় বারে আরো একটি মর্টার শেলের গোলা এসে পড়ে এবং ৩য় দফায় শুক্রবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুম্্ররু সীমান্তের কোনার পাড়া এলাকায় একে৪৭ এর একটি গুলি এসে পড়ে

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর