১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    জেলা প্রশাসন চট্টগ্রামের পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে

    জেলা প্রশাসন চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। মঙ্গলবার ৬ সেপ্টেম্বর দিনভর অভিযানে গুঁড়িয়ে দেয়া হয় এসব ইটভাটা।

    এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস ।

    জেলা প্রশাসন জানায় ,সাতকানিয়ার চুড়ামনিতে পাহাড়ের পাদদেশে গড়ে উঠা মেসার্স হযরত আলী ব্রিকস ম্যানুফ্যাকচারারস, মেসার্স মা ব্রিকস ফিল্ড এবং বিসমিল্লাহ ব্রিকস কোম্পানি নামের তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। অবৈধভাবে পাহাড়ের পাদদেশে ইটভাটাগুলো চালানো হচ্ছিল বৈধ লাইসেন্স এবং পরিবেশের ছাড়পত্র ছাড়াই।

    বাঁশখালীর লটমনিতে অবস্থিত মেসার্স চৌধুরী ব্রিকস ওয়ার্কশপ এবং মেসার্স জামাল ব্রিকস ম্যানুফ্যাকচারারস গুঁড়িয়ে দেয়া হয়। পরিবেশ অধিদপ্তর, র‌্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও অভিযানে অংশ নেন।

    হাইকোর্ট বিভাগের নির্দেশননুযায়ী সাতকানিয়া ও বাঁশখালীতে পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়বলৈ জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।

    মাহফুজা ৭-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর