১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘গুডবাই’ সিনেমা

    প্রকাশ্যে এলো বিকাশ বহেল পরিচালিত ‘গুডবাই’ ছবির ট্রেলার। অভিনেত্রী রশ্মিকা মন্দানা বলিউডে অমিতাভ বচ্চনের অনস্ক্রিন মেয়ে হিসেবে সফর শুরু করলেন ।

    একতা কাপুরের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেন বিকাশ বহেল। ছবিতে অমিতাভ বচ্চনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন নীনা গুপ্ত ।  পরিচালক বিকাশ বহেল পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, তিক্ততা সিনেমাতে ফুটিয়ে তুলেছেন।

    ২০২১ সালের ২ এপ্রিল ছবির শুটিং শুরু হয় এবং এ বছরের জুন মাসে শেষ হয়। তারপর শেষ করা হয় পোস্ট প্রোডাকশনের কাজ । ভার্চুয়ালি তিনি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দেন।

    প্রযোজক একতা কাপুর জানান, ছোটবেলা থেকেই তার অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল এবং কোনো তারকার সঙ্গে কাজ করার সাধ তার নেই। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি অমিতাভের ভক্ত এবং  এতদিনে তার স্বপ্ন পূরণ হয়েছে।

    এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুনীল গ্রোভার, পাভেল গুলাটি, আশিস বিদ্যার্থী, এলি আব্রাহাম, সাহিল মেহতা, শিবিন নারাঙ্গ, অভিষেক খান। অমিত ত্রিবেদী সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন।

    ‘গুডবাই’ সিনেমাটি আগামী ৭ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ।

    মাহফুজা ৭-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর