ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নয়াদিল্লিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মঙ্গলবার ৬ সেপ্টেম্বর বিকেলে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয় এ সাক্ষাৎ ।
ভারতীয় রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী এসময় দুদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন ।
চারদিনের সফরে সোমবার ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এর সঙ্গে বিকেলে শেখ হাসিনা বৈঠক করেন।
সফরের প্রথম দিন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার ৬ সেপ্টেম্বর নয়াদিল্লির ‘হায়দরাবাদ হাউস’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হয়। সকালে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী এবং তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেয়া হয়।
সফরের দ্বিতীয় দিন মোদীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
শেখ হাসিনা রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতেও শ্রদ্ধা জানান ।
আগামীকাল বুধবার শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা । ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ প্রদানের একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর রাজস্থানের খাজা গরিব নওয়াজ দরগাহ শরিফ ও আজমির শরিফ দরগাহ পরিদর্শন করবেন শেখ হাসিনা।
মাহফুজা ৬-৯