১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    কলম্বিয়ার বিস্ফোরক হামলায় নিহত আট পুলিশ কর্মকর্তা

    কলম্বিয়ার পশ্চিমের সান লুইস অঞ্চলে ভয়াবহ বিস্ফোরক হামলায় আট পুলিশ কর্মকর্তা মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার এ হামলার ঘটনার ঘটে।

    প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক টুইট বার্তায় এ ধরনের হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান । । তিনি আরো বলেন দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্পষ্ট অন্তর্ঘাত।এসব হামলা । সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্তের জন্য সরেজমিনে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দায়িত্ব নেয়ার  পর দেশটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এটি বড় হামলা হলো

    প্রেসিডেন্ট পেট্রো এ হামলার সঙ্গে কারা জড়িত অর্থাৎ হামলাকারীদের নাম উল্লেখ করেননি ।

    স্থানীয় পুলিশ জানায় , কর্মকর্তারা যে গাড়িটিতে বের হয়েছিলেন সেখানে বিস্ফোরণ ঘটানো হলে তারা মারা যান। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ জানায় , এফএআরসি বিদ্রোহীদের তথাকথিত ভিন্ন মতাদর্শীরা এ অঞ্চলে সক্রিয় রয়েছে।

    কলম্বিয়ার সরকার, বামপন্থি গেরিলা, ডানপন্থি আধাসামরিক বাহিনী এবং মাদক চোরাচালানকারী চক্রের মধ্যে সংঘাতে ১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সাড়ে চার লাখ লোকের প্রাণহানি হয়।

    মাহফুজা ৩-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর