বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটির ‘ব্রহ্মাস্ত্র’।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় , ৪১০ কোটি রুপি ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে । এছাড়া নির্মাতারা প্রচারের জন্যও বাড়তি আরো কিছু অর্থ ব্যয় করেছেন । এর আগে বলিউডে এত অর্থ খরচ করে কোনো সিনেমা তৈরি হয়নি।
এদিকে বলিউডে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে একের পর সিনেমা । এছাড়া সম্প্রতি বয়কট ট্রেন্ড নির্মাতাদের বাড়তি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার নির্মাতাদের কপালেও চিন্তার ভাঁজ। যদিও স্টেকহোল্ডাররা সিনেমাটি নিয়ে আত্মবিশ্বাসী এবং তারা জানায় ‘শুধু মানুষের মনেই নয়, বক্স অফিসেও এই সিনেমা জায়গা করে নিতে বাধ্য।’
করন জোহর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি প্রযোজনা করেছেন এবং পরিচালনায় আছেন আয়ান মুখার্জি। সিনেমাটি নির্মাণে সময় লেগেছে পাঁচ বছর। এতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ।
তিন ভাগে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মুক্তি পাবে । শুরুতে ২০১৮ সালের এপ্রিলে এই সিনেমার প্রথম পার্ট মুক্তির কথা ছিল। আগামী ৯ সেপ্টেম্বর নির্মাতারা সিনেমাটি মুক্তির নতুন তারিখ নির্ধারণ করেছেন ।
মাহফুজা ২-৯