৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    কক্সবাজারে ফয়সাল হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড

    কক্সবাজার সদর উপজেলার জিয়া উদ্দিন ফয়সাল হত্যা মামলায় আদালতচার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন । একই মামলার অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

    বুধবার ৩১ আগস্ট সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল ঘোষণা করেনএই রায় ।

    মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের নুরুচ্ছফার ছেলে রেজাউল করিম, মৃত আমান উল্লাহর ছেলে নুরুল হক , মৃত অছিউর রহমানের ছেলে রমজান আলী  এবং মো. ইসহাকের ছেলে রুবেল ।

    যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- একই এলাকার  নুরুল আবছারের ছেলে শাহীন উদ্দিন এবং দুদু মিয়ার ছেলে মনি আলম । যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তদের প্রত্যককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

    কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এসএম আব্বাস উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

    পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের ছাত্র জিয়া উদ্দিন এলাকার মাদক ব্যবসার প্রতিবাদ ও বিক্রিতে বাঁধা দিতেন। ২০১৬ সালের ১৬ এপ্রিল  মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে রাতে মাছুয়াখালী জামে মসজিদের উত্তর পাশে ডেকে নিয়ে মারধর করে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় জিয়া উদ্দিন ফয়সালের বাবা নুরুল আনোয়ার বাদী হয়ে ৯ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় করেন হত্যা মামলা।

    রায়ের বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, রাষ্ট্র পক্ষ মামলাটির সাক্ষী, আলামত প্রদর্শনসহ বিচারের জন্য প্রয়োজনীয় সবকিছু আদালতে উপস্থাপন করতে পেরেছেন।  তা্ই মামলাটি দ্রুততম সময়ের মধ্যে রায় ঘোষণা করতে পেরেছেন বিচারক।

    মাহফুজা ৩১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর