১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    আগামীকাল থেকে ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি আটা বিক্রি শুরু

    ১ সেপ্টেম্বর থেকে সরকার ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি  চাল ও ১৮ টাকা কেজি  আটা বিক্রি করবে । এছাড়া, টিসিবির ফ্যামিলি কার্ডধারীদেরও দেয়া হবে ওএমএসের চাল।

    বুধবার ৩১ আগস্ট খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন বলেন, আগামীকাল আজিমপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ওএমএস কার্যক্রম উদ্বোধন করবেন।

    সারা দেশে ওএমএসের কেন্দ্র সংখ্যা হবে ২ হাজার ৩৬৩টি। এসব কেন্দ্রেই চাল বিক্রি করা হবে এবং  আটা বিক্রি হবে ৪০৩টি কেন্দ্রে। ঢাকা মহানগর, শ্রমঘন ৪টি অঞ্চল ও বিভাগীয় শহরের মোট ৪০৩টি কেন্দ্রে প্রতিদিন ০ দশমিক ৫ মেট্রিক টন হারে আটার মোট বরাদ্দ ২০১ দশমিক ৫ টন। ঢাকা মহানগরের ট্রাক সেল ৫০টি কেন্দ্রের প্রতিটির বরাদ্দ ৩ দশমিক ৫ টন করে। এছাড়া, ঢাকা মহানগরে আরও ১৪৭টি দোকানে চাল বিক্রি করা হবে, সেখানে বরাদ্দ ২ টন করে। ঢাকা মহানগর ছাড়াও ১৯টি ট্রাকের মাধ্যমে শ্রমঘন এলাকা ও বিভাগীয় শহরে প্রতিটিতে চাল বিক্রি হবে ২ টন করে।

    ঢাকা মহানগরের ৫০টি ট্রাক সেল ছাড়া দেশের ২ হাজার ৩১৩টি কেন্দ্রে চালের বরাদ্দ ২ টন করে। ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে দৈনিক চালের বরাদ্দ ৪ হাজার ৮০১ টন। ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে মাসিক চালের বরাদ্দ এক লাখ ৫ হাজার ৬২২ টন। ৪০৩টি কেন্দ্রে মাসিক আটার বরাদ্দ ৪ হাজার ৪৩৩ টন।

    খাদ্যবান্ধব কর্মসূচিতে মোট ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি পরিবারকে প্রতিমাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেয়া হবে। এ কার্যক্রম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ, এপ্রিল-এ ৫ মাস পরিচালিত হবে। সারা দেশে ডিলার সংখ্যা ১০ হাজার ১১০ জন। টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা ওএমএস কেন্দ্রে এসে আলাদা লাইনে দাঁড়িয়ে চাল নিতে পারবেন ।

    ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীরা বাজারে চাল কিনতে না গেলে চালের দাম স্বাভাবিকভাবেই কমে আসবে বলে জানান  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

    মাহফুজা ৩১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর