১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পাকিস্তানের এক-তৃতীয়াংশ এখন পানির নিচে-জলবায়ুবিষয়ক মন্ত্রী শেরি রেহমান

    পাকিস্তানের এক-তৃতীয়াংশ এখন পানির নিচে বলে   জানালেন জলবায়ুবিষয়ক মন্ত্রী শেরি রেহমান।

    বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব (দক্ষিণ) ও খাইবার প্রদেশের বন্যাকবলিত লাখ লাখ মানুষ ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে।

    সোমবার ২৯ আগস্ট দেশটিতে , ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ৭৫ জনের মারা গেছেন।   মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যায়  জুন থেকে এ পর্যন্ত ১ হাজার একশ ৩৬ জন মারা গেছেন। গেল  এক দশকের মধ্যে দেশটিতে এত ভারি বৃষ্টি হয়নি। পাকিস্তান সরকার এ বিপর্যয়ের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে ।

    শেরি রহমান এএফপিকে বলেন, আক্ষরিক অর্থে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এই মুহূর্তে পানির নিচে এবং অতীতের প্রতিটি রেকর্ড ভেঙে দিয়েছে এবারের বন্যা।

    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বিবিসি কে জানায় বলেছেন, ‘মারা যাওয়া লোকজনের মধ্যে এক-তৃতীয়াংশ শিশু বলে ধারণা করা হচ্ছে। এখনো, ‘আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে চেষ্টা করছি। তিন কোটি ৩০ লাখের বেশি পাকিস্তানি নাগরিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

    মাহফুজা ৩০

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর