১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সদ্য জামিনে মুক্ত সম্রাটের জামিন বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছে দুদক

    সদ্য জামিনে মুক্ত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছে দুদক । আবেদনটি উপস্থাপন করা হলে আদালত এ বিষয়ে শুনানির অনুমতি দিয়েছেন।

    সোমবার ২৯ আগস্ট হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে জামিন বাতিলের আবেদনের বিষয়ে অনুমতি দেয়া হয় শুনানির জন্য ।

    সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান আদালতে আজ দুদকের পক্ষে শুনানিতে ছিলেন । একেএম আমিন উদ্দিন মানিক ছিলেন রাষ্ট্রপক্ষে ।

    ২৮ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিনে মুক্তি পাওয়া সম্রাটকে বিচারিক আদালতের দেয়া জামিন বাতিল চেয়ে দুদক উচ্চ আদালতে আবেদন করে ।

    হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের একজন বিচারক অসুস্থ থাকায় রোববার আবেদনের শুনানির জন্য উপস্থাপন করার কথা থাকলেও সেটি হয়নি।

    গেল ২২ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পান ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তাকে আদেশ দেন জামিনের।  অসুস্থতার কারণে তাকে শর্তসাপেক্ষে জামিন দেয় আদালত। তিনি ২৬ আগস্ট মুক্তি পান।

    সম্রাটের জামিন শর্তে আদালত বলে , তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে এবং আদালতের অনুমতি না নিয়ে তিনি বিদেশে যেতে পারবেন না।

    মাহফুজা২৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর