স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টকটনের শিখ মন্দিরে বন্দুকধারীর গুলিতে তিনজন আহত হয়েছে।
স্টকটন পুলিশ বিভাগের মুখপাত্র জোসেফ সিলভা জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। তিনি জানান, যখন গুলি চালানো হয় তখন মন্দিরে একটি অনুষ্ঠান চলছিল। পুলিশ এসে আহত তিন জনকে উদ্ধার করেছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী ও হামলার শিকার সবাই শিখ। কী কারণে এই হামলা হয়েছে তা জানা যায়নি।