আগামী দুই দিন সারা দেশে গরম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি দুর্বল হয়ে ভারতের ছত্তিশগড়ের উপকূলে চলে যাওয়ায় বঙ্গোপসাগরে জারি করা সতর্ক সংকেত উঠিয়ে দিয়েছে সংস্থাটি।
রোববার ২১ আগস্ট আবহাওয়া অধিদপ্তরের দেয়া সর্বশেষ পূর্বাভাসে জানানো হয় এ তথ্য ।
আবহাওয়াবিদ আফরোজ সুলতানা বলেন, নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে উপকূলে উঠে গেছে। তাই আমরা বঙ্গোপসাগরের সতর্ক সংকেত তুলে দিয়েছি। আজ সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে সাবধানে থাকতে বলা হয়েছে। তিনি আরো বলেন, আজ থেকে পরবর্তী দুই দিন সারা দেশে গরম বাড়বে এবং পরে বৃষ্টি শুরু হবে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ।
মাহফুজা ২১