১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী দুই দিন সারা দেশে গরম বাড়বে -আবহাওয়া অধিদপ্তর

    আগামী দুই দিন সারা দেশে গরম বাড়বে  বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি দুর্বল হয়ে ভারতের ছত্তিশগড়ের উপকূলে চলে যাওয়ায় বঙ্গোপসাগরে জারি করা সতর্ক সংকেত উঠিয়ে দিয়েছে সংস্থাটি।

    রোববার ২১ আগস্ট আবহাওয়া অধিদপ্তরের দেয়া সর্বশেষ পূর্বাভাসে জানানো হয় এ তথ্য ।

    আবহাওয়াবিদ আফরোজ সুলতানা বলেন, নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে উপকূলে উঠে গেছে। তাই আমরা বঙ্গোপসাগরের সতর্ক সংকেত তুলে দিয়েছি।  আজ সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে সাবধানে থাকতে বলা হয়েছে।  তিনি আরো বলেন, আজ থেকে পরবর্তী দুই দিন সারা দেশে গরম বাড়বে এবং  পরে বৃষ্টি শুরু হবে।

    আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ।

    মাহফুজা ২১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর