১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু; পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

    গাজীপুরে ট্রেনের চার বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।  সোমবার ১৫ আগস্ট সকালে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে । আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।

    জয়দেবপুর রেল স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর সকাল ৮টায় মিটারগেজ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু  হয়েছে। ট্রেন চলাচল শুরু হতে ব্রডগেজ লাইন দিয়ে আরও সময় লাগবে।

    রোববার রাত ৯টায় জয়দেবপুরের ধীরাশ্রম স্টেশন পার হওয়ার সময় লাইনচ্যুত হয় পঞ্চগড়গামী এক্সপ্রেস ট্রেনের চারটি বগি । এতে করে  ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

    মাহফুজা ১৫-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর