১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ৯০ দিনের জন্য থাইল্যান্ডে গোতাবায়া রাজাপাকসে

    শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে থাইল্যান্ডে পৌঁছেছেন।  বৃহস্পতিবার ১১ আগস্ট স্থানীয় সময় রাত ৮টায় একটি প্রাইভেট জেটে করে তিনি ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ।

    স্থানীয় গণমাধ্যমগুলো জানায় বিমানবন্দরে পৌঁছার ৪০ মিনিট পর তার স্ত্রীসহ তিনি এলাকা ত্যাগ করেন। গোতাবায়া ভ্রমণ ভিসায় থাইল্যান্ডে থাকতে পারবেন তিন মাস।

    এ বিষয়টি নিশ্চিত করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা বলেন, গোতাবায়া অস্থায়ীভাবে থাইল্যান্ড সফর করবেন। তবে এদেশে থাকাকালে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবেনা। তবে তিনি অন্য কোনো দেশে স্থায়ী আশ্রয়লাভের চেষ্টা করতে পারেন । গোতাবায়ার সফরের বিষয়টি মানবিক বলে জানান প্রায়ুথ চান-ওচা।

    দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদউইনাই বলেন, কূটনৈতিক পাসপোর্টধারী হওয়ায় ৯০ দিন থাইল্যান্ডে থাকতে পারবেন গোতাবায়া।

    গেল ১৪ জুলাই ৭৩ বছর বয়সী গোতাবায়া মালদ্বীপ থেকে সৌদি আরবের একটি ফ্লাইটে চাঙ্গি বিমানবন্দরে নামার পর তাকে ১৪ দিনের দেয়া হয়ভিজিট পাস ।পরে  এর মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়। সরকারবিরোধী তুমুল বিক্ষোভের মুখে ১৩ জুলাই শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে যান গোতাবায়া। এরপর তিনি সিঙ্গাপুরে গিয়ে পদত্যাগপত্র পাঠান ।

    মাহফুজা ১২-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর