১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    জম্মু ও কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলায় ৩ সেনাসহ ৫ জন নিহত

    ভারত শাসিত জম্মু-কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলায় ভারতীয় সেনাবাহিনীর নিহত হয়েছেন ৩ জন সদস্য । এ সময় হামলাকারীরাও ২ জন নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার ( ১১ আগস্ট, ২০২২) ভোরে সেনা ক্যাম্পে হামলার ঘটনা ঘটে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার তথ্য থেকে জানা যায়, জম্মু-কাশ্মীরের রাজৌরির সেনা ক্যাম্পে হামলা চালায় দুজন সন্ত্রাসী। পরে সেনাবাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে জম্মু-কাশ্মীরের কোনো সেনা ক্যাম্পে এটিই প্রথম বড় কোনো হামলা। এই হামলাকে ‘আত্মঘাতী’ হামলা বলেও দাবি করা হয়েছে।

    আনন্দবাজার পত্রিকা জানায়, রাজৌরি শহরের ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই চৌকিতে হামলার সময় সেনার একটি কোম্পানি মোতায়েন ছিল। সংঘর্ষের পর পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। একজন সেনা কর্তা বলেন, ‘আশপাশের এলাকায় আরও কয়েকজন অনুপ্রবেশকারী সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।’

    জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন, পার্গাল সেনা ক্যাম্পের সীমানা পার করে কয়েকজন সন্ত্রাসী প্রবেশের চেষ্টা করেছিল। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। এতে ২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর