১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    আজ থেকে শ্রীলঙ্কায় ২৬৪ শতাংশ বাড়লো বিদ্যুতের দাম

    দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় এবার রেকর্ড পরিমাণে বিদ্যুতের দাম বাড়লো । মঙ্গলবার ৯ আগস্ট দেশটির জনসেবা কমিশন -পিইউসিএসএল বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের অনুমোদন দেয়। বুধবার ১০ আগস্ট থেকে কার্যকর হচ্ছে এ সিদ্ধান্ত। দ্য আইল্যান্ড ডট কে এবং এএফপি খবরটি নিশ্চিত করেছে।

    দেশটির সরকারের  সিদ্ধান্ত আনুযায়ী  যারা ৩০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে দাম বাড়লো ১৯৮ শ্রীলঙ্কান রুপি। যারা ৬০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বাড়লো দু’শো রুপি । গৃহস্থালি কাজে ব্যবহৃত প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ দশমিক ৫০ শ্রীলঙ্কান রুপি ছিল।   দাম বাড়িয়ে তা হলো ইউনিট প্রতি ৮ রুপি। সিলন বিদ্যুৎ বোর্ড –সিইবি জানায় যারা ৯০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করছে  তাদের ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে ২৭৬ শতাংশ।

    পিইউসিএসএলের চেয়ারম্যান জানাকা রথনায়েক এত বেশি পরিমাণে দাম বাড়ানোর কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার কথাই জানিয়েছেন ।গেল  ৯ বছরে ডলারের দাম বেড়েছে ১৯০ শতাংশ।

    তবে পাঁচ হাজার একশ কোটি বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ শ্রীলঙ্কার সরকার গেল  এপ্রিলেই নিজেদের দেউলিয়া ঘোষণা করে। সম্ভাব্য ঋণছাড়ের জন্য এখন রনিল বিক্রমাসিংহের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের –আইএমএফ সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

    মাহফুজা ১০-৮

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর