১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    রাশিয়া ইরানি স্যাটেলাইট ‘খৈয়াম’ উৎক্ষেপণ করতে যাচ্ছে

    ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগের মধ্যেই রাশিয়া ইরানি স্যাটেলাইট ‘খৈয়াম’ উৎক্ষেপণ করতে যাচ্ছে । রাশিয়ার কক্ষপথে উৎক্ষেপণের কথা রয়েছে ওই স্যাটেলাইট । ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কো এটি ব্যবহার করতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    কাজাখস্তানের মস্কো পরিচালিত বাইকোনুর কসমোড্রোম থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাতের তিন সপ্তাহ পর ইরানের উড্ডয়নের কথা রয়েছে স্যাটেলাইটটি ।

    মস্কো খৈয়ামকে ইউক্রেনে সামরিক লক্ষ্যবস্তুতে নজরদারি জোরদার করতে ব্যবহার করতে পারে এমন আশঙ্কা নাকচ করে দিয়েছে ইরান।

    গত সপ্তাহে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য ‘কয়েক মাস বা তার বেশি সময় ধরে স্যাটেলাইটটি ব্যবহার করার পরিকল্পনা করছে’ ইরানকে নিয়ন্ত্রণের অনুমতি দেওয়ার আগে ।

    মাহফুজা ৯-৮

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর