২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    দৈনিক সংক্রমণে শীর্ষে জাপান ;ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি

    গত ২৪ ঘণ্টায় বিশ্বে  করোনাভাইরাসে ১ হাজার ৪০৪ জনের মারা গেছেন। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৩৮ হাজার ৭৫২ জনে। শনাক্ত হয়েছে নতুন করে করোনা ৫ লাখ ৭০ হাজার ৯৭৬ জনের । বিশ্বে করোনা শনাক্ত ৫৯ কোটি ছাড়িয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৩ লাখ ৬১ হাজার ৭২২ জনে।

    করোনা থেকে একদিনে সেরে উঠেছেন ১ লাখ ৩৯ হাজার ৬৪১ জন, মোট সুস্থ হলেন ৫৬ কোটি ২১ লাখ ২১ হাজার ১৬৬ জন।

    ৯ আগস্ট মঙ্গলবার  সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    শীর্ষে রয়েছে দৈনিক সংক্রমণে জাপান । গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৫৬৩ জনের এবং মারা গেছেন ১৫৪ জন। জাপান পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৫৪১ জন এবং মারা গেছেন ৩৩ হাজার ৬৬৩ জন।

    ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে । । ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের মৃত্যু হয়েছে মোট মৃত্যু দেশটিতে ৬ লাখ ৮০ হাজার ২৩৯ জনের হলো। ব্রাজিলে ১৭ হাজার ৪০৯ জনের করোনা শনাক্ত হয়েছে এই সময়ে ।এরপরেই রয়েছে জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্সের মতো দেশগুলো দৈনিক প্রাণহানির তালিকায় ।

    শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ফ্রান্সে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫ হাজার ৯০ জন। দেশটিতে ৩ কোটি ৪০ লাখ ৭৯ হাজার ৬৫৮ জন সংক্রমিত এবং মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৭১১ জন এখন পর্যন্ত ।

    ইতালিতে একদিনে সংক্রমিত ১১ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ১১৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৩ লাখ ২৫ হাজার ৪০২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ২৪৯ জনের দেশটিতে ।

    ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত ১৭ হাজার ৮৬২ জন এবং মারা গেছেন ৪৫ জন। দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৫৬১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮২ হাজার ৭৮৬ জন।

    করোনায় তাইওয়ানে মারা গেছেন ২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৪১২ জন একদিনে । দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৪৭ লাখ ৫৪ হাজার ২৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ২৫৫ জনের ।

    করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমিত ৪৪ হাজার ১২৩ জন এবং মারা গেছেন ১৩৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৪০ লাখ ২৪ হাজার ৯২৫ জন এবং মারা গেছেন ১০ লাখ ৫৯ হাজার ২১০ জন।

    বিশ্বে গত ২৪ ঘণ্টায় অন্য দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে মারা গেছেন ৩৪ জন; ডেনমার্কে মারা গেছেন ৫০ জন। ইরানে সংক্রমিত ৩ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন ৫৪ জন; অস্ট্রেলিয়ায় মারা গেছেন ১৪ জন; চিলিতে সংক্রমিত ৭ হাজার ৫০৪ জন এবং মারা গেছেন ৩৫ জন।

    বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন  । এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০৭ জনে। শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ। করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ সাত হাজার ৬৩১ জনে দাঁড়িয়েছে এ পর্যন্ত মোট । নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯৬ জন ।

    মাহফুজা  ৯-৮

     

     

     

     

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর