টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় গ্রেফতারক ছয়জনের তিনদিন করে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন ।
মঙ্গলবার ৯ আগস্ট বিকেলে এ আদেশ দেন টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাত । গ্রেফতার বাকি চারজনের ১৬৪ ধারায় জবানবন্দি চলমান। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- সোহাগ মন্ডল (২০), খন্দকার হাসমত আলী (২৩), বাবু হোসেন (২১), মো. জীবন (২১), আব্দুল মান্নান (২২) ও নাঈম সরকার (১৯)।
জবানবন্দি দেয়া চার আসামি হলেন- রতন হোসেন (২১), মো. আলাউদ্দিন (২৪), রাসেল তালুকদার (৩২), আসলাম তালুকদার (১৮)।
২ আগস্ট রাতে ১৩ জন টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতি ও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন । তাদের কেউ বাসের হেলপার কেউবা পোশাক কারখানায় চাকরি করেন। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী রতনসহ ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব-১২ ও র্যাব-১৪ ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মাহফুজা ৯-৮