১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি বিরল সাদা হাতি জন্ম নিয়েছে

    মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি বিরল সাদা হাতি জন্ম নিয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম । সংখ্যাগরিষ্ঠ বুদ্ধ জনগোষ্ঠীর দেশটিতে সাদা হাতিকে ভাগ্যের প্রতীক বলে মনে করা হয়।

    বুধবার ৩ আগস্ট গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার সংবাদপত্র জানায়, গেল  মাসে পশ্চিম রাখাইন রাজ্যে জন্ম নেওয়া শাবকটির ওজন প্রায় ৮০ কিলোগ্রাম বা ১৮০ পাউন্ড এবং প্রায় ৭০ সে.মি বা আড়াই ফুট লম্বা।

    রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখানো হয় হাতির বাচ্চাটি তার মাকে অনুসরণ করছে নদীতে যাওয়ার সময় এবং তাকে গোসল করানো এবং খাওয়ানো হচ্ছে। বাচ্চা হাতিটির মায়ের বয়স ৩৩ এবং তার নাম জার নান হ্লা।বাচ্চাটি বিরল সাদা হাতির আটটির মধ্যে সাতটি বৈশিষ্ট্যের অধিকারী বলে জানায়  গ্লোবাল নিউ লাইট।

    গেল মাসের শেষের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদা হাতির জন্ম হওয়ার বিষয়টি জানা যায়। তবে এখনো এটির নামকরণ করা হয়নি ।

    ঐতিহাসিকভাবে, দক্ষিণ-পূর্ব এশীয় সংস্কৃতিতে সাদা হাতিগুলোকে শুভ বলে মনে করা হতো। এই অঞ্চলের প্রাচীন শাসকরা তাদের সৌভাগ্যের প্রতীক হিসেবে সাদা হাতি অধিগ্রহণ করতেন। বর্তমানে জান্তা শাসিত নাইপিদোতে ছয়টি সাদা হাতি রয়েছে বলে জানা গেছে।

    মাহফুজা ৩-৮

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর