১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

    ভারতে আগেই থাবা বসিয়েছে মাঙ্কিপক্স । দেশটির কেরালা রাজ্যের এক যুবকের মৃত্যু হলো এই রোগে আক্রান্ত হয়ে । এটাই সম্ভবত ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু এবং  আফ্রিকার বাইরে চতুর্থ।

    কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানান , শনিবার ৩১ জুলাই ত্রিশূরের ২২ বছরের যুবক প্রাণ হারান । তিনি ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন । একটি বেসরকারি হাসপাতালে অসুস্থতার জন্য ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই যুবকের শরীরে মাঙ্কিপক্সের কোনো উপসর্গ ছিল না। এনসেফালাইটিসের উপসর্গ আর ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন বলে জানান  স্বাস্থ্যমন্ত্রী।

    গত ২২ জুলাই দেশে ফেরার পর তিনি সুস্থ ছিলেন। ২৬ জুলাই জ্বরে ভুগতে শুরু করলে তখনই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে  অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । লাইফ সাপোর্টে রাখা হয়েছিল সেখানে। তার মাঙ্কিপক্সের রিপোর্ট যে পজিটিভি এসেছে, তা হাসপাতালকে শনিবারই জানায় পরিবারের স্বজনেরা।

    মৃত যুবক কার  কার সংস্পর্শে এসেছিলেন সৎকারে কারা উপস্থিত ছিল তালিকাও তৈরি করা হচ্ছে।

    ভারতে প্রথম এই কেরালা রাজ্যেই হানা দেয় মাঙ্কিপক্স। এখনও পর্যন্ত চারজন আক্রান্তের দেশটিতে খোঁজ মিলেছে। তিনজনই যার মধ্যে কেরালার।

    মাহফুজা ১-৮

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর