১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    ভারতের পশ্চিমবঙ্গে গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

    ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে জল্পেশের মন্দিরে যাওয়ার পথে গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়েছে ১০ জনের মৃত্যু । এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন ।

    গাড়িতে থাকা জেনারেটর থেকে এ শর্টসার্কিট হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

    পুলিশ জানায়, পশ্চিমবঙ্গের কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের দিকে যাচ্ছিলেন। গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় আহতদের হাসপতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা ১০ জনকে মৃত ঘোষণা করেন।

    মাতাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, ‌রোববার (৩১ জুলাই) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।  প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়ির পিছনে লাগানো জেনারেটরের (ডিজে সিস্টেম) তারের কারণে বিদু্যতায়িতের ঘটনা ঘটে থাকতে পারে।

     

    তিনি আরো বলেন, ‌নিহতদের পরিবারকে ঘটনাটি সম্পর্কে অবগত করা হয়েছে।  গাড়িটি জব্দ করা হলেও সেটির চালক পালিয়ে গেছেন।

     

    সূত্র: এনডিটিভি

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর