২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১১ যাত্রী

    চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হন আরও দুইজন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

    শুক্রবার ২৯ জুলাই দুপুর দেড়টার  উপজেলার খৈয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের সবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আমান বাজারে।

    বিষয়টি নিশ্চিত করেছেন  মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা –ওসি কবীর হোসেন । তিনি জানান, মাইক্রোবাসের ১৩ যাত্রী  খৈয়াছড়া ঝর্ণা দেখে ফিরছিল। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুইজন আহত হয়েছেন।

    পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি  লেভেল ক্রসিং পার হচ্ছিল।  সেসময় খৈয়াছড়াগামী একটি পর্যটকবাহী মোইক্রোবাস লাইনে উঠে পড়ে।এতে ট্রেনওে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।  সংঘর্ষের পর মাইক্রোবাসটি ইঞ্জিনের সঙ্গে আটকে যায়, ওই অবস্থায় মাইক্রোবাসটিকে বেশ খানিকটা পথ ছেঁচড়ে নিয়ে থামে ট্রেন।

    ট্রেন আসায় গেইটম্যান সাদ্দাম বাঁশ ফেলেছিলেন। কিন্তু বাঁশ ঠেলে ক্রসিংয়ে উঠে পড়ে মাইক্রোবাসটি বলে জানান রেল কর্মকর্তা আনসার আলী। তবে একজন  প্রত্যক্ষদর্শী জানান, দুঘর্টনার সময় গেইটম্যান জুম্মার নামাজ পড়তে মসজিদে গেছিলেন।

    মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা –ইউএনও মিনহাজুর রহমান জানান, হাটহাজারী থেকে আসা ওই মাইক্রোবাসে ১৫ জন যাত্রী ছিলো। ঘটনাস্থলেই ১১ জন মারা যান। আহতদের  চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

    মাহফুজা ২৯-৮

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর