ইরানের রাজধানী তেহরানে দুদিনের বন্যায় মারা গেছেন ২৪ জন। ১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পশ্চিমে এমামজাদেহ দাউদ গ্রাম ও তেহরানের পূর্বে ফিরোজকাউহ, রৌদেহেন এবং দামাভান্দ অঞ্চলে প্রবল বৃষ্টি ও বন্যার কারণে ২৪ জন মারা গেছেন । নিখোঁজ ১৯ জনের সন্ধানে চলছে উদ্ধার অভিযান –বলে জানায় রেড ক্রিসেন্ট।
এক সপ্তাহ আগেই ইরানের দক্ষিণের শহরে আকস্মিক বন্যায় মারা যায় ২২ জন।
তেহরানের গভর্নর মোহসেন মনসুরি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান রাজধানীর পূর্ব ফিরোজকাউহতে ১০ জন প্রাণ হারান, ১২ জন আহত এবং ১৬ জন নিখোঁজ রয়েছেন। পাহাড়ি ভূমিধসের কারণে এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
১৮টি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। এসব অঞ্চলের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলবোর্জ, ইসফাহান, মারকাজি, তেহরান ও ইয়াজদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি ।
মাহফুজা ২৯-৭