১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনা; রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম আটক

    চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জনের নিহতের ঘটনায় আটক করা হয়েছে, রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দামকে।

    শুক্রবার ২৯ জুলাই বিকেলে রেলওয়ে পুলিশ আটক করেছে তাকে । চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি নাজিম উদ্দীন বিষয়টি  নিশ্চিত করেন।

    শুক্রবার দুপুর ১টায় খৈয়াছড়ার রেলক্রসিংয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জন মারা যান। আহত হন আরও সাতজন। তাদের মধ্যেআশঙ্কাজনক পাঁচজনের অবস্থা ।

    একটি মাইক্রোবাসে ১৮ জন তরুণ-যুবক খৈয়াছড়া ঝরনা দেখে ফিরছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে।  হতাহতরা সবাই ‘আরএনজে কোচিং সেন্টার’ নামে একটি কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষক। হাটহাজারী উপজেলার বাসিন্দা তারা বলে জানায় পুলিশ।

    রেলওয়ে কর্তৃপক্ষ দাবি করে, ট্রেন আসার সিগন্যালে ক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম বাঁশ ফেলে ব্যারিকেড দেন। সেই বাঁশ ঠেলে রেললাইনের ওপর উঠে যায় মাইক্রোবাসটি । গেটম্যান লাল পতাকা উড়িয়ে মাইক্রোবাস চালককে দিয়েছিলেন থামার নির্দেশনাও ।

    তবে প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় গেটম্যান সাদ্দাম জুমার নামাজ পড়তে গিয়েছিলেন।

    পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে । তদন্ত কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনছার আলীকে ।

    কমিটির অন্য সদস্যরা হলেন- রেলের বিভাগীয় নির্বাহী প্রকৌশলী-১ আবদুল হামিদ, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো) জাহিদ হাসান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট রেজানুর রহমান ও বিভাগীয় মেডিকেল অফিসার (ডিএমও) আনোয়ার হোসেন।

    ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা দোষী সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার ব্যাপারে । তবে তিন-চার দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানান তদন্ত কমিটির প্রধান আনছার আলী ।

    মাহফুজা ২৯-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর