কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মজিদুল ইসলাম নামের এক ব্যাক্তি মারা গেছেন।
বুধবার ২৭ জুলাই রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান চিকিৎসাধীন অবস্থায় । নিহত মজিদুল নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল গ্রামের আবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গেল রাতে গ্রামের ধরলা নদীর তীরবর্তী এলাকায় কয়েকজন যুবক জুয়া খেলছিল। খেলা শেষে হারান নামের এক যুবক মজিদুলের কাছ থেকে চেষ্টা করে টাকা ছিনিয়ে নেয়ার । এক পর্যায়ে হারান ছুরি দিয়ে মজিদুলকে আঘাত করে ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসীর আহত অবস্থায় মজিদুলকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান মজিদুল ।
জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মারা গেছেন এক যুবক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ।
মাহফুজা ২৮-৭