১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনে আঘাত হেনেছে

    ৭ দশমিক ৩ মাত্রার  শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনে আঘাত হেনেছে । বুধবার ২৭ জুলাই স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে এটি দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে ।  বেশ কিছু ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এতে জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতাও । খবরটি নিশ্চিত করেছে এপি।

    ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছেন, ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আবরা প্রদেশের পার্বত্য এলাকায় । এর  কেন্দ্র ছিল ২৫ কিলোমিটার গভীরে ভূপৃষ্ঠ থেকে ।ভূমিকম্পটি রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল সাত এবং কেন্দ্রের গভীরতা ১০ ছিল কিলোমিটার বলে জানায়  মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা -ইউএসজিএস । ফিলিপাইনের পাশাপাশি এর প্রভাব পড়েছে জাপান, তাইওয়ান এবং চীনেও।

    ফিলিপাইনে ভূমিকম্পটি আঘাত হানার পরে অনূভূত হয়েছে বেশ কয়েকটি আফটারশক । শক্তিশালী ভূমিকম্পে বেশ কিছু ভবনে ফাটল তৈরি হয়েছেবলে জানান স্থানীয় কর্মকর্তারা।

    এর প্রভাব অনুভূত হয়েছে উৎপত্তিস্থল থেকে ৪০০ কিলোমিটার দূরে রাজধানী ম্যানিলাতেও। ঘরবাড়ি কেঁপে উঠলে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন সেখানকার বাসিন্দারা।

    ফিলিপাইনে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ।

    মাহফুজা ২৭-৭

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর