ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে জাতিসংঘবিরোধী বিক্ষোভ-সহিংসতায় মারা গেছেন ১৫ জন । এ সহিংসতার ঘটনা ঘটে বিক্ষোভের দ্বিতীয় দিনে। আল-জাজিরা খবরটি নিশ্চিত করেছে।
এটিকে ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
সোমবার ২৫ জুলাই দেশটির উত্তরের কিভু রাজ্যের প্রধান শহর গোমায় বিক্ষোভ শুরু হয় । সশস্ত্র গোষ্ঠীর হামলা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার প্রতিবাদে শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস অরগানাইজেশন স্টাবিলাইজেশন মিশন ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর -এমওএনইউএসসিও বিরুদ্ধে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। মঙ্গলবার ২৬ জুলাই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আরও উত্তরের বেনি ও বুটেম্বো শহরে ।
গোমায় বিক্ষোভ চলাকালে সহিংসতায় পাঁচজন নিহত ও ৫০ জন আহত হন বলে জানান সরকারের এক মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া । স্থানীয় পুলিশ প্রধান কর্নেল পল এনগোমা জানান , বুটেম্বোতে সাতজন বেসামরিক নাগরিক মারা গেছেন। জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানায় জাতিসংঘের কাজে নিয়োজিত দুইজন পুলিশ কর্মকর্তা ও একজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য মারা গেছেন।
বিক্ষোভকারীরা কঙ্গোলিজ পুলিশের কাছ থেকে ‘সহিংসভাবে অস্ত্র ছিনিয়ে নিয়ে শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলি চালায় । তারা পাথর ও পেট্রল বোমাও নিক্ষেপ করে এবং শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ভাঙচুর চালায় এবং লুটপাটও করে বলে জানায় জাতিসংঘ ।
কঙ্গোলি কর্তৃপক্ষকে এসব ঘটনা তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক ।
মাহফুজা ২৭-৭