১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি

    সর্বশেষ খবর

    আর নেই ডেপুটি স্পিকার ফজলে রাব্বি

    ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।

    ডেপুটি স্পিকারের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস এতথ্য জানান।অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া ১৯৪৬ সালে ১৫ এপ্রিল গাইবান্ধা জেলায় সাঘাটা উপজেলার গটিয়াগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গাইবান্ধা-৫ আসন হতে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।

    অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ছিলেন।

    অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া মৃত্যুকালে তিন কন্যা ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবার পরিজন দেশবাশীর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর