আবারও বিয়ে করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বিয়ের খবরে পূর্ণিমাকে শুভকামনা জানান সাবেক স্বামী ফাহাদ। বৃহস্পতিবার রাতে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে ‘শুভকামনা’ জানান গণমাধ্যমে বিয়ের খবর প্রকাশের পর।
পূণিমা আর ফাহাদ বছর তিনেক ধরে আলাদা থাকছেন । তবে কবে তাদের ডিভোর্স হয়েছে, সেই তথ্য প্রকাশ করেননি তারা।
ফেসবুকে আহমেদ ফাহাদ জামাল জানান, খবরটি আমিও শুনেছি। দয়া করে বন্ধ করুন আমাকে এসএমএস ও কল করা। মানুষের জীবনে এসব ভালো জিনিস ঘটে। আমার সঙ্গে খবর শেয়ার করার দরকার নেই। পূর্ণিমার জন্য শুভকামনা। দোয়া করবেন আমার মেয়ের জন্য ।
পূর্ণিমার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। তিনি দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা হয়।
বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ- সবকিছু পেয়েছেন রবিনের মধ্যে। সেখান থেকে সম্পর্ক মজবুত হয় বলে জানান পূর্ণিমা। এ বছরের শেষে রবিন-পূর্ণিমার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিয়ে হয় পূর্ণিমা। ফাহাদ পেশায় একজন ব্যবসায়ী। ২০১৪ সালের ১৩ এপ্রিল কন্যাসন্তান জন্ম দেন পূর্ণিমা। আরশিয়া উমাইজা রেখেছেন মেয়ের নাম ।
মাহফুজা ২২-৭