‘প্রজেক্ট কে’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তেলেগু সিনেমার অভিনেতা প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন । জেমস বন্ড সিরিজের আদলে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটির ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘প্রজেক্ট কে’ সিনেমার এই অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছে সম্প্রতি । জানা গেছে, সিনেমার মূল আকর্ষণেই থাকবে ফেরারি ও ল্যাম্বরগিনির মতো গাড়ি দিয়ে অ্যাকশন দৃশ্যের দৃশ্যায়ন একটি দৃশ্য।
সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘প্রভাস ও দীপিকা সম্প্রতি কার চেজের একটি ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের জন্য ফেরারি ও ল্যাম্বরগিনির মতো গাড়ি আমদানি করা হয়েছে। দৃশ্যধারণ করা হয় হলিউডের জেমস বন্ড সিরিজের আদলে। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে সিনেমাটির শুটিং হচ্ছে ’ক্লাইম্যাক্স দৃশ্যের ।
নাগ অশ্বিন সায়েন্স ফিকশন ঘরানার এই সিনেমা পরিচালনা করছেন। প্রভাস-দীপিকা ছাড়াও এতে আরও আছেন ‘বিগ বি’খ্যাত তারকা অমিতাভ বচ্চন। ‘প্রজেক্ট কে’ সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে।
মাহফুজা ২১-৭