দ্রৌপদী মুর্মু ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। দেশটির তিনি প্রথম আদিবাসী রাষ্ট্রপতিও। বৃহস্পতিবার ২১ জুলাই দ্রৌপদী তিন দফায় গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন । তিনি প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে ভোটে হারিয়েছেন ।
৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোট প্রয়োজন ছিল রাষ্ট্রপতি পদে জয়ের জন্য । সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজারের বেশি ভোট।
এই জয়ের মাধ্যমে ভারতের বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরী হচ্ছেন দ্রৌপদী। তিনি আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন ।
১৬তম রাষ্ট্রপতি ভোটে বিজয়ী প্রার্থী দ্রৌপদী মুর্মু হচ্ছেন দেশটির ১৫তম রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পর পর দু’বার -১৯৫২ এবং ১৯৫৭ নির্বাচনে জয়ী হয়েছিলেন।
সোমবার ১৮ জুলাই অনুষ্ঠিত হয় ভারতের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন। এতে ভোট পড়েছিল ৯৮ দশমিক ৯ শতাংশ। ৪ হাজার ৭৯৭ জন সংসদ সদস্য ও বিধায়ক।রাষ্ট্রপতি নির্বাচনে সব মিলিয়ে ভোট দিয়েছিলেন। বৃহস্পতিবার ২১ জুলাই সকাল ১১টায় শুরু হয় ভোট গণনা।
দ্রৌপদী এখন পর্যন্ত ভোট পেয়েছেন ২ হাজার ১৬১টি এবং তার প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহা ১ হাজার ৫৮টি পেয়েছেন। দ্রৌপদীর পক্ষে ভোটমূল্য জমা হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭টি আর যশবন্ত পেয়েছেন ২ লাখ ৬১ হাজার ৬২ টি বরে জানায় আনন্দবাজার পত্রিকা।
বিজেপি সমর্থকেরা যত সময় গেছে, ততই তার জয়ের পাল্লা ভারী হতেই আনন্দে মেতে ওঠেন । দিল্লির সদর দপ্তরে দ্রৌপদীর জয় উদযাপনের আয়োজন চলছে। সব রাজ্য শাখাকে চূড়ান্ত ফল ঘোষণার পর দলীয় কার্যালয়ে মিষ্টিমুখ এবং বিজয় মিছিল কর্মসূচি পালন করতে বলা হয়েছে।
মাহফুজা ২১-৭