২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    অস্ট্রেলিয়ায় করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে

    অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা রেকর্ড মাত্রার কাছাকাছি দাঁড়িয়েছে।  লোকজনকে বাড়ি থেকেই কাজ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাস্ক পরার পরামর্শ দেয়া হয়। খবরটি জানিয়েছে আল জাজিরা।

    করোনার তৃতীয় ঢেউ দেশটিতে শুরু হয়েছে। ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ সাবভ্যারিয়েন্টের কারণে দেশটিতে নতুন করে সংক্রমণ বেড়েই চলছে। এ মাসে শুরু হয়েছে সেকেন্ড বুস্টার ডোজের কার্যক্রম ।

    মঙ্গলবার নতুন করে শনাক্ত হয়েছে ৫০ হাজার ২৪৮ কেস। যা গেল  দুই মাসের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৫ হাজার ২৩৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    অস্ট্রেলিয়ার প্রধান মেডিকেল কর্মকর্তা পল কেলি বলেন, বাড়ি থেকে কাজ করলে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব হবে।

    প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস বলেন, বাড়ি থেকে কাজ করার বিষয়টি প্রতিষ্ঠান এবং তাদের কর্মীদের। অনেকের জন্যই এটা সহজ হবে না। এ সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানগুলোই ।

    গত সাতদিনে দেশটিতে ৩ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে ১৬ বছরের বেশি প্রায় ৯৫ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুই ডোজ  নিয়েছেন্। বুস্টার ডোজ নিয়েছেন ৭০ শতাংশের বেশি মানুষ অস্ট্রেলিয়ায়।

    মাহফুজা ২০ জুলাই

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর