যুক্তরাজ্যে প্রথমবারের মতো ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। মঙ্গলবার ১৯ জুলাই নিজেদের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম আবহাওয়া দেখলো দেশটি । খবরটি জানিয়েছে দ্য গার্ডিয়ান।
২০১৯ সালের ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল । মঙ্গলবার সকালে সারের চার্লউডে তাপমাত্রা ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে উঠলেই ভেঙে যায় সেই রেকর্ড।
স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে হিথ্রো বিমানবন্দরের রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা যুক্তরাজ্যের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ।
তীব্র দাবদাহের মধ্যেই ওয়েস্ট মিডল্যান্ডের একটি বিউটি স্পটে আগুন ছড়িয়ে পড়ে। দেশটির দক্ষিণ-পূর্বের বাসিন্দাদের ওয়াশিং মেশিন বন্ধ রেখে পানি সঞ্চয় করতে বলেছে কর্তৃপক্ষ।
তীব্র গরমের কারণে বাতিল করা হয়েছে বিভিন্ন ট্রেনের শিডিউল। স্বাভাবিক সময়ের ব্যস্ত রাস্তাগুলো ছিল অনেকটাই ফাঁকা। চিড়িয়াখানাগুলোতে পশু-পাখিদের শীতল রাখতে হিমশিম খাচ্ছে কর্মীরা।
জলবায়ু বিশেষজ্ঞরা তাপমাত্রার এই রেকর্ডকে কমপক্ষে পরবর্তী ৩০ বছরের জন্য জীবন ও জীবিকার ঝুঁকি বাড়ার লক্ষণ বলে বর্ণনা করেছেন ।
মাহফুজা ১৯-৭