তেল-গ্যাসের বিভিন্ন প্রকল্পে প্রায় চার হাজার কোটি মার্কিন ডলারের চুক্তি করলো ইরান ও রাশিয়া। মঙ্গলবার ১৯ জুলাই ইরানের ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি –এনআইওসি এবং রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে সাক্ষরিত হয় এই সমঝোতা স্মারক। ইরানি বার্তা সংস্থা শানার বরাতে এ তথ্য জানায় রয়টার্স।
চুক্তি অনুসারে, গ্যাজপ্রম ইরানের কিশ ও উত্তর পার্স গ্যাসক্ষেত্র এবং ছয়টি তেলক্ষেত্রের উন্নয়নে এনআইওসি’কে সাহায্য করবে । দেশটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস -এলএনজি প্রকল্পের সমাপ্তি ও গ্যাস রপ্তানি পাইপলাইন নির্মাণের সঙ্গেও জড়িত থাকবে রুশ প্রতিষ্ঠানটি।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস রিজার্ভ রয়েছে ইরানের রাশিয়ার পর । যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশটির গ্যাস রপ্তানি।
মঙ্গলবার একটি সম্মেলনে যোগ দিতে তেহরানে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান । রুশ প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথমবার সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরের কোনো দেশে গেলেন।
মাহফুজা ১৯-৭