কণ্ঠশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদকে ভাবা হতো শোবিজে আদর্শ ও সুখী দম্পতি । কিন্তু তাদের ২৩ বছরের সংসার জীবন ভেঙে গেছে । এস আই টুটুল আরেকটি বিয়ে করেছেন । আজ ১৮ জুলাই এস আই টুটুলের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ হয়েছে ।
টুটুল আমেরিকা প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করে তার সঙ্গেই বর্তমানে নিউ ইয়র্কে আছেন।
এদিকে টুটুলের বিয়ের খবরে নিজের শুভেচ্ছাবার্তা জানান তার প্রাক্তন স্ত্রী তানিয়া। তানিয়া জানান, ‘আমাদের ডিভোর্স হয়েছে সমঝোতায় । টুটুল ওর লাইফ নিয়ে ভাল থাকুক। আমার শুভকামনা থাকবে সবসময় তার জন্য।
১ বছর হলো তানিয়া আহমেদের সঙ্গে টুটুলের বিচ্ছেদ হয়েছে । টুটুল জানান , ‘আমরা সেপারেট ছিলাম ৫ বছর আর গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়।’
শোবিজের লোকজন এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন। তাদের ভক্তরাও পেয়েছেন কষ্ট।
টুটুল-তানিয়ার সংসারে আছে তিন সন্তান। তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরশ। আরও দুটি মেয়ে আছে আয়াত ও সামিয়া নামে দুটি দত্তক মেয়েও আছে তাদের।
মাহফুজা ১৮-৭