শ্রীলঙ্কায় আগামী ১৮ ও ১৯ জুলাই ৩ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না। দেশটির পাবলিক ইউটিলিটিস কমিশন পিইউসিএসএল বিষয়টির অনুমোদন দিয়েছে। দিনের বেলা ১ ঘণ্টা ৪০ মিনিট ও রাতে ১ ঘণ্টা ৪০ মিনিট এই নিয়ম চালু থাকবে বলে জানা গেছে।
শ্রীলঙ্কার সাধারণ মানুষ বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস ও জ্বালানি তেলের তীব্র সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামসহ নানা সমস্যার বেড়াজালে আটকা পড়েছে।
গোতাবায়া রাজাপাকসে অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেছেন । পার্লামেন্টে আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে । বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে তিনি পালিয়ে অন্যত্র চলে যান গোতাবায়া। তার ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।
গত মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় শুরু হয় আন্দোলন। এক পর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেসিডেন্টের বাসভবনেও ঢুকে পড়েন তারা।
মাহফুজা ১৭-৭