২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    প্রায় ৩০ হাজার মানুষকে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে

    ইউক্রেন থেকে প্রায় ৩০ হাজার মানুষকে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ হাজারের বেশি শিশু রয়েছে। ইউক্রেনের জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান মিখাইল মিজিনৎসেভ জানান , স্থানীয় কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই ইউক্রেনীয়দের  রাশিয়ায় নেয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছে  আল জাজিরা।

    গেল  ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই ৫ হাজার ১৪৮ শিশুসহ ২৮ হাজার ৪২৪ জনকে ইউক্রেনের বিপজ্জনক অঞ্চল এবং ডনবাস থেকে নিয়ে যাওয়া হয়।

    রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৬ লাখ ১২ হাজার ৭৪৭ জনকে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। এর মধ্যে ৪ লাখ ১২ হাজার ৫৫৩ জনই শিশু। মিখাইল মিজিনৎসেভ এ তথ্য নিশ্চিত করেন এক সংবাদ সম্মেলনে ।

    ইউক্রেন অভিযোগ করে আসছে যে, শিশুসহ স্থানীয়  নাগরিকদের  জোর করে নিয়ে যাচ্ছে রাশিয়া।

    গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। মিকোলাইভের মেয়র জানান শহরে  ১০টির মতো শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিরাপদ স্থানে  আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

    মাহফুজা ১৭-৭

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর