প্রেসিডেন্টের পদ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছে শ্রীলঙ্কার পার্লামেন্ট । পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধম্মিকা দাসানায়েক শনিবার এ ঘোষণা দেন। ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য ।
সেক্রেটারি জেনারেল পার্লামেন্টে জানান, ১৯ জুলাই তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রেসিডেন্ট পদের জন্য । সেদিন পার্লামেন্টের অধিবেশন শুরু হবে সকাল ১০টা থেকে।
যদি একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন তবে প্রেসিডেন্ট নির্বাচনে ২০ জুলাই পার্লামেন্টে ভোটাভুটি হবে বলে জানান দাসানায়েকে ।
পার্লামেন্টে আজ বিশেষ অধিবেশন হয়েছে গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার জন্য। পার্লামেন্টে সংক্ষিপ্ত অধিবেশন আহ্বান করা হলে সংসদের মহাসচিব ধম্মিকা দাসানায়েক স্পিকারের কাছে পাঠানো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্রটি পড়ে শোনান।
গোতাবায়া রাজাপাকসে অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের জেরে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন । তবে তিনি তার পদত্যাপত্রে জানান প্রেসিডেন্ট পদে না থাকলেও দেশের জন্য কাজ করে যাবেন।
মাহফুজা ১৬-৭