রাশিয়া ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর দিনিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন তিন জন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। । শুক্রবার দেশটির আঞ্চলিক গভর্নর বিষয়টি নিশ্চিত করেন।
ভ্যালেন্টিন রেজিনচেঙ্কো জানান, রকেটগুলো একটি শিল্প কারখানা ও এর পাশের একটি ব্যস্ত রাস্তায় আঘাত হানে। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখা হচ্ছে বলেও জানান তিনি।
ক্যাস্পিয়ান সাগরের ওপর কৌশলগত বোমারু বিমান থেকে ছোঁড়া বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিনিপার নদীর তীরে অবস্থিত শহর দিনিপ্রোতে রাতে আঘাত হানে। এর মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানান ইউক্রেনের বিমান বাহিনী কর্তৃপক্ষ।
ভিন্নিৎসিয়াতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন নিহত ও ২০০ জনেরও বেশি আহত হওয়ার একদিন পরেই দিনিপ্রোতে হামলা চালানো হলো।
বিমান হামলা অব্যাহত থাকায় সবাইকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মাহফুজা ১৬-৭