১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    সাবেক বিচারপতি ও ভাষাসৈনিক কাজী এবাদুল হক আর নেই

    ডেস্ক রিপোর্ট : একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

    বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে তার মৃত্যু হয়।

    বিচারপতি এবাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

    বিচারপতি কাজী এবাদুল হক ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন। তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হকের বাবা।

    আজ শুক্রবার (১৫ জুলাই) বাদ জুমা সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরের প্রাঙ্গণে বিচারপতি কাজী এবাদুল হকের জানাজা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

    কাজী এবাদুল হক ১৯৩৬ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে ফেনীতে ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৫৪-৫৫ সালে তিনি ফেনী ভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর