ইউক্রেনের ভিন্নিতসিয়ায় রাশিয়ার মিসাইল হামলায় মারা গেছেন অন্তত ২৩ জন ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে ‘প্রকাশ্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেন। তিনি বলেন , ‘নেদারল্যান্ডে যখন রাশিয়ার যুদ্ধাপরাধের ওপর সম্মেলন হচ্ছে, ঠিক তখনই বেসামরিক মানুষের ওপর হামলা চালালো রাশিয়া। তিনি আরো জানান , রাশিয়ার ছোঁড়া আটটি ক্ষেপণাস্ত্র এর মধ্যে দুটি শহরের কেন্দ্রস্থলে আঘাত করেছে।
বৃহস্পতিবার একটি অফিস ভবন ও গাড়ি পার্কিংয়ে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে বলে জানায় ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস।
আবাসিক লক্ষ্যবস্তুতে হামলার কথা অস্বীকার করে আসছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষ ভিন্নিতসিয়া শহরে বাস করে।
মাহফুজা ১৫-৭