ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগের ঘোষণা দিয়েছেন । আস্থা ভোটে নিজ জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর এই ঘোষণা দেন তিনি। এ তথ্য জানানো হয় সিএনএনের এক প্রতিবেদনে।
দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা মারিও দ্রাগিরের পদত্যাগপত্র নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তাকে রাজনৈতিক সমস্যা সমাধানে সংসদে ভাষণ দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। প্রেসিডেন্ট মারিওকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আহ্বান জানান।
মারিও দ্রাঘি বলেন জোটের ভেতরকার বিশ্বাসের ঘাটতির কারণে জোট সরকার ভেঙে যাচ্ছে। সন্ধ্যার মধ্যেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবো বলে জানান তিনি।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাঘি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির জোট সরকারের নেতৃত্বে ছিলেন।
মারিও দ্রাগি আগামী বুধবার পার্লামেন্টে যাবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত সমর্থনসহ ক্ষমতায় থাকতে পারবেন বলে ধারনা করা হচ্ছে।
তবে মারিও বলেছেন, ফাইভ স্টারকে ছাড়া তিনি সরকার চালিয়ে যেতে চান না। ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন জোট সবচেয়ে বেশি আসন পেয়েছিল। আগামী বছর নিয়ম অনুযায়ী ইতালিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
মাহফুজা ১৫-৭