মহারাষ্ট্র সরকার পেট্রোল ও ডিজেলের ওপর থেকে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে । এতে মহারাষ্ট্রে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা আর ডিজেলের দাম কমবে ৩ টাকা।
বৃহস্পতিবার ১৪ জুলাই এ তথ্য জানানো হয় টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে । মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রতিশ্রুতি অনুযায়ী এ ঘোষণা দেন।
পেট্রোল ও ডিজেল ভারতের মুম্বাই শহরে সবথেকে বেশি দামে বিক্রি হচ্ছিলো। সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ১১১ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৯৭.২৮টাকা ছিল।
মহারাষ্ট্রের সাধারণ নাগরিকেরা একনাথ শিন্ডের এমন ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন।
মাহফুজা ১৪-৭